ইসির সঙ্গে বৈঠকে বিএনপি

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে এ বৈঠকে বসে তারা। মঙ্গলবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে।

জানা গেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ নিয়ে তারা কথা বলবেন।

বৈঠকে ইসির পক্ষ থেকে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, চার কমিশনার অতিরিক্ত সচিব ও সিনিয়র সচিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ