বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মবিরতি

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আলমপুরস্থ বিভাগীয় অফিস প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সদর দপ্তরে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

বাবিককাকস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে ও আবুল বাশারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দিলীপ কুমার রায়, সুযোগ চন্দ্র চন্দ, প্রবীর কুমার দাস, বসু রঞ্জন দাস, মো. খুর্শেদ আলম, শহীদুল ইসলাম, প্রফুল্ল কুমার নাথ, অরুন দাস, মোহাম্মদ জয়নাল আবেদীন ও শীলা রাণী সূত্রধর প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ