টিলাগড়ে সড়ক অবরোধ

কালের সিলেট ডেস্ক : নগরের টিলাগড়ে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের প্রতিবাদে কলেজের পেছনের ফটক সংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে দুপুর ২টা থেকেএ অবরোধ শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে বিকেলের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

অবরোধের কারণে সিলেট-তামাবিল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাত ১১টার দিকে টিলাগড় পয়েন্টের স্পিডব্রেকার ক্রসিংয়ের সময় বেপরোয়াভাবে চালানো প্রাইভেটকারটি উল্টে যায়। এতে প্রাইভেটকারের ভেতরের থাকা চার বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর দেড়টার দিকে আরেকজনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ