‘নগরীতে ট্রাক চলাচল বন্ধ হবে’
নিজস্ব প্রতিবেদক: নগরীর ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সিলেটের সড়কে চার লেনের কাজ চলছে। কাজ শেষ হলে নগরীর ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হবে।’
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টায় সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশে গ্যাস নেই, তবে আমরা অন্যান্যভাবে চেষ্টা করছি মানুষকে সেবা দেয়ার। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন কয়েকটি কোম্পানীর সাথে আলোচনা করেছি। যাতে তারা সিলেটে এলপি গ্যাস সরবরাহ করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন সিরাজ, বর্তমান কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দীন আহমেদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা জেলা পুলিশ সপুার ফরিদ উদ্দীন প্রমুখ।