সর্বশেষ

বিমানে জায়রাকে হেনস্থা, ব্যবসায়ীর কারাদণ্ড

বিনোদন ডেস্ক : ধর্মীয় কারণ দেখিয়ে অভিনয় ছেড়ে দেওয়া জায়রা ওয়াসিমকে ‘মলেস্ট’ করার অভিযোগে ৪১ বছর বয়সী এক ভারতীয় ব্যবসায়ীকে তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৭ সালে একটি ফ্লাইটে সেই সময়ের কিশোরী জায়রার শরীরে হাত দেন বিকাশ সচদেব নামের ওই ব্যবসায়ী।

আদালত শিশু সুরক্ষা আইনে বিকাশকে সাজা দিয়েছেন। ওই সময় জায়রার বয়স ছিল ১৭ বছর।

সুপারস্টার আমির খান অভিনীত ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে আলোচিত হয়ে ওঠেন কাশ্মীরে জন্ম নেওয়া ভারতীয় এই অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কিন্তু গত বছর আচমকা অভিনয় ছাড়ার ঘোষণা দেন।

প্লেনে তার সঙ্গে হওয়া ওই আচরণও জায়রা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তখন পোস্টটি ভাইরাল হয়ে যায়। তিনি জানান, নিজের সিটে ঘুমিয়ে পড়লে ওই ব্যক্তি তার ‘ঘাড় এবং পেছনে’ হাত দেন। এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তারা শুরুতে ব্যবস্থা নেয়নি। পরে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ